নিউ টাউনের ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্ক ও পাইপলাইন থেকে উদ্ধার মাংসের টুকরো ও চুল। তদন্তকারীদের সন্দেহ, এসব বাংলাদেশের নিহত সাংসদ আনোয়ারুল আজিমের হতে পারে। বিষয়টি নিশ্চিত করার জন্য় ওই মাংসের টুকরো ও চুলের নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। সিআইডির কাছে সেপটিক ট্যাঙ্কে তল্লাশি জানানোর জন্য় অনুরোধ করেন বাংলাদেশের গোয়েন্দা প্রধান হারুন অর রশিদ।
মঙ্গলবার নিউ টাউনের ফ্ল্যাটে বর্জ নিষ্কাশনের পাইপ ও সেপটিক ট্যাঙ্কে নেমে তল্লাশি চালিয়ে মাংসের টুকরো ও চুল উদ্ধার করা হয়েছে। ওই মাংসের টুকরো বাংলাদেশের ঝিনাইদহের সাংসদ আনোয়ারুলের কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
কলকাতায় তদন্তে এসে মঙ্গলবার নিউ টাউনের একটি শপিং মলে যান বাংলাদেশের গোয়েন্দা প্রধান হারুন অর রশিদ। এই ঘটনায় বাংলাদেশে ধৃত তিন জনকে জেরা করা হয়। গত রবিবার ধৃত জিহাদকে প্রায় চার ঘণ্টা জেরা করেন হারুন।