নিউটাউনে একটি বাড়ির একতলা থেকে স্বামী-স্ত্রীর দেহ উদ্ধার। গুরুতর জখম অবস্থায় উদ্ধার এক কিশোরীকে। জানা গিয়েছে, যুবককে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মহিলার মৃত্যু ধারালো কিছুর আঘাতে। ১৪ বছরের কন্যার দেহের ধারালো অস্ত্রের আঘাত। ঘটনাটি ঘটেছে নিউটাউনের নারায়ণপুর এলাকায়। শনিবার বাড়িটি থেকে দুটি দেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তি সাগর মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী রূপা মুখোপাধ্যায়। সাগরের ওষুধের ব্যবসা ছিল। প্রতিবেশীদের দাবি, বিকেলের দিকে সাগর ও রূপার বাড়ি থেকে চিৎকার চেঁচামেচি শুনতে পান তাঁরা। প্রথমে কেউ পাত্তা না দিলেও পরে গোলমাল শুনে বাড়িতে ছুটে যান অনেকে। পড়শিরাই পুলিসকে খবর দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় নারায়ণপুর থানার পুলিশ। তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই চিকিৎসাধীন ওই কিশোরী। পুলিশের প্রাথমিক অনুমান, ব্যবসা সংক্রান্ত কারণে স্ত্রী ও কন্যাকে খুন করে আত্মঘাতী হতে চান সাগর। স্ত্রীকে মারতে পারলেও কন্যাকে মারতে পারেননি তিনি।