নাম না করে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের(Chandrima Bhattacharya) দাবি খারিজ করল আইপ্যাক(I-PAC)। সংস্থার টুইটার হ্যান্ডেলে জানানো হয়েছে, 'আইপ্যাক কখনও তৃণমূল(TMC) দল বা তার কোনও নেতার ডিজিটাল মাধ্যম পরিচালনা করে না। কেউ এমন দাবি করলে সেটা তাঁর অজ্ঞতা বা মিথ্যাচার। দল বা নেতাদের ডিজিটাল মাধ্যমের অপব্যবহার হচ্ছে কিনা তৃণমূলের(TMC) তা খতিয়ে দেখা উচিত।'
শুক্রবার বিকেল সাড়ে চারটে নাগাদ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের(Chandrima Bhattacharya) টুইটার হ্যান্ডেলের কভারে দেখা যায় এক ব্যক্তি এক পদের বিতর্কিত ছবি। যদিও আধঘণ্টার মধ্যেই তা মুছে যায়। এরপর চন্দ্রিমা জানান, তাঁর টুইটার হ্যান্ডেল আইপ্যাক চালায়। ওই পোস্টটি তাঁর অনুমতি ছাড়াই করা হয়েছিল বলেও জানান তৃণমূলের এই মন্ত্রী।
আর পড়ুন- Suvendu Addhikari: তৃণমূলে ফিরবেন শুভেন্দু অধিকারী! এবার মুখ খুললেন বিজেপি বিধায়ক
শুক্রবার সাংবাদিক বৈঠক করে ফিরহাদ হাকিম(Firhad Hakim) সুনির্দিষ্টভাবে এই বিষয়ে দলের নিয়ম মেনে চলতে নির্দেশ দেন তৃণমূলে প্রতিটি কর্মীকে। তৃণমূলে 'এক ব্যক্তি এক পদ' সংক্রান্ত পোষ্টে সমর্থন নেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee), সে কথাও জানান ফিরহাদ। তবে এই সাংবাদিক বৈঠকে সায় রয়েছে দলনেত্রীর, সেকথা জানাতে ভোলেননি এই তৃণমূল নেতা।