দিনক্ষণ ঘোষণা হল আইসিএসই ও আইএসসি বোর্ডের ইমপু্রুভমেন্ট এক্সামের। ১২ জুলাই থেকে এই পরীক্ষা নেবে বোর্ড। ১৯ জুলাই পর্যন্ত আইসিএসই বোর্ড ও ১৩ জুলাই পর্যন্ত আইএসসি বোর্ডের পরীক্ষা হবে।
এবার ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন কাউন্সিল বোর্ডের পরীক্ষার্থীদের ইমপ্রুভমেন্ট এক্সাম চালু করেছে। কোনও পরীক্ষার্থী চাইলে কোনও বিষয়ে দ্বিতীয়বার পরীক্ষা বসতে পারবেন। ১৯-২৩ জুনের মধ্যে নাম নথিভুক্ত করেছে স্কুলগুলি। শহরের একাধিক স্কুলেই ইমপ্রুভমেন্ট এক্সামের নাম জমা পড়েছে। অগাস্ট মাসে এই পরীক্ষার ফল ঘোষণা হবে।
আরও পড়ুন: লক্ষ্য পঞ্চায়েত নির্বাচন, মাঝরাতে শহরের হাটে অভিনব প্রচার সিপিএমের
জানা গিয়েছে. সেন্ট জেমস স্কুলে ৯ জন পরীক্ষার্থী, প্রাত মেমোরিয়াল স্কুলে ৬ জন পরীক্ষার্থী নাম জমা করেছেন। তালিকায় আছে লা মার্টিনিয়ার, ডন বস্কো পার্ক সার্কাস, হেরিটেজ স্কুল, লরেটো হাউজ, দিল্লি পাবলিক স্তুল, সেন্ট অগাস্টাইন ডে স্কুল।