ICSE ও ISC পরীক্ষার সময়সূচি ঘোষণা করল CISCE বোর্ড। আগামী বছর লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে পরীক্ষার সময় সূচি এগিয়ে এনেছে মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এবার বিজ্ঞপ্তি জারি করল CISCE বোর্ড।
আইএসসির পরীক্ষা শুরু ১২ ফেব্রুয়ারি থেকে। শেষ হবে ৩ এপ্রিল, অর্থাৎ বুধবার। আইসিএসই-র পরীক্ষা শুরু ২১ ফেব্রুয়ারি। চলবে ২৮ মার্চ পর্যন্ত। ফলঘোষণা হবে মে মাসে। ফল প্রকাশের চারদিনের মধ্যে পরীক্ষার্থীরা রিভিউ করতে পারবেন। আইসিএসই-র পরীক্ষা শুরু হবে সকাল ১১টায়। আইএসসির পরীক্ষা শুরু সকাল নটা ও দুপুর ২টোয়। পরীক্ষার সূচি www.cisce.org- ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করতে পারবেন।