Dona Ganguly On Sourav : রাজনীতিতে এলে ভাল কাজ করবেন সৌরভ, দাবি ডোনার

Updated : May 07, 2022 17:34
|
Editorji News Desk

ক্রিকেট থেকে অবসরের পর থেকেই সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের রাজনীতিতে যোগদান প্রসঙ্গ বারবার জল্পনাকে উসকে দিয়েছে। আর প্রতিবারই সৌরভের রাজনীতিতে যোগদান প্রসঙ্গকে মহারাজের সিদ্ধান্তের উপরেই ছেড়ে দিয়েছেন সৌরভ-পত্নী ডোনা গঙ্গোপাধ্য়ায়। এবারও তাই দিলেন। তবে সংযোজন করলেন, সৌরভ রাজনীতিতে এলে ভাল কাজই করবেন। শুক্রবার তাঁদের বাড়িতে এসে নৈশ্যভোজ করে গিয়েছেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমর্থিত সূত্রে খবর, রাজনীতির পরিসরে অমিত-সৌরভ আলোচনায় রাজনীতি নিয়ে নাকি কোনও কথাই হয়নি। এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে কাছের মানুষ বলেই দাবি করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে, সৌরভের রাজনীতি প্রসঙ্গে ডোনার এদিনের সংযোজন জল্পনা আবার একটু বাড়াল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

শনিবার ইএম বাইপাসের কাছে একটি অনুষ্ঠানে এসেছিলেন ডোনা। সেখানে তিনি বলেন, ‘‘জল্পনা করাই তো মানুষের কাজ। যদি কোনও খবর থাকে তবে তা সবাই জানতে পারবেন।’’ রাজ্যে দু’দিনের সফরে এসে শেষ দিন অর্থাৎ, শুক্রবার রাতে বীরেন রায় রোডের সৌরভের বাড়িতে নৈশভোজ সারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদাররা। তবে ডোনার দাবি, নৈশভোজে কোনও রাজনৈতিক আলোচনা হয়নি। এর পর সৌরভের রাজনীতিতে আসার জল্পনা নিয়ে ডোনার সংযুক্তি, ‘‘রাজনীতিতে এলে মানুষের জন্য ভাল কাজই করবে। তবে জানি না আসবে কি না।’’

২০২১ সালের বিধানসভা ভোটের আগে সৌরভের রাজনীতিতে আসা নিয়ে একাধিক বার জল্পনা ছড়িয়েছিল। এমনকি এ-ও শোনা গিয়েছিল, বাংলায় বিজেপির ‘মুখ্যমন্ত্রীর মুখ’ হবেন তিনি। তবে নিজেই সেই সব সম্ভাবনার ইতি টেনেছিলেন সৌরভ। বিধানসভা ভোটের এক বছর পর সৌরভের বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ঝটিকা সফরে আবারও নানা জল্পনা ডালপালা মেলেছে। যদিও এ নিয়ে বিজেপি কিংবা সৌরভের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Sourav Gangulydona gangulypolitical

Recommended For You

editorji | কলকাতা

Kolkata Book Fair: ময়দানের স্মৃতি ফিরছে সেন্ট্রাল পার্কে, খোলা আকাশের তলায় বইমেলা, ধুতি-শাড়িতে ম্যাসকট!

editorji | কলকাতা

Sampriti Overpool: ৮ ঘণ্টা সম্প্রীতি উড়ালপুলে যান চলাচল বন্ধ, ৯০ দিন কীভাবে যাতায়াত করবেন!

editorji | কলকাতা

Kolkata Yellow Taxi: মিটার ডাউন! কলকাতার বৃদ্ধ হলুদ ট্যাক্সি, ঐতিহ্য নাকি আদিখ্যেতা? কী বলছে শহর?

editorji | কলকাতা

Jagannath Temple Digha: জগন্নাথ দেবকে আর প্রসাদে দেওয়া হবে না খাজা

editorji | কলকাতা

Kolkata Yellow Taxi: দূষণ গেরোয় ফ্যাকাসে হলুদ, রাজপথে বাতিলের খাতায় কলকাতার 'বৃদ্ধ' ট্যাক্সি