দুপুরে কালো করে এসেছিল আকাশ। আর সন্ধ্য়ায় ঝড় তুলে দিল কলকাতা। নবমীর রাত যত গড়াল, প্রতিটি মণ্ডপে বাড়াল কালো মাথার ভিড়। কোনও ভাবেই নবমী মিস করা চলবে না। তাই আকাশ যতই ডাকুক, মনকে শক্ত করে রাস্তায় বেরিয়েছিল বাঙালি। উত্তর থেকে দক্ষিণ এদিনই শেষ করতে হবে।
তাই যত বেলা গড়িয়েছে, ততই ভিড় বেড়েছেন। পাল্লা দিয়ে বেড়েছে জ্য়ামও। একসময় উত্তর ও মধ্য কলকাতায় বেশ খানিকক্ষণ থমকে পরে জনজীবন। তারপর ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে। সন্ধ্যে নামতেই স্লগ ওভারে তিলোত্তমা। টালা প্রত্যয় থেকে বেহালার নতূন দল, প্রতিটি মণ্ডপে একই ছবি। শুধু কালো মাথার ভিড়।
এই বছর পুজোয় রেকর্ড গড়ছে চেতলা অগ্রণী। ভিড়ের নিরিখে গত কয়েকদিনে তারাই এগিয়ে। কলকাতা পুলিশ জানিয়েছে, এরপরেই আছে সুরুচি সংঘ, বোসপুকুর শীতলামন্দির, একডালিয়া এভারগ্রিন। উত্তরে বাকিদের টেক্কা দিয়েছে নলিন সরকার স্ট্রিট এবং টালা প্রত্য়য়। টালা ব্রিজ খুলে যেতেই বাগাবাজার, কুমারটুলিতে সেই চেনা ভিড়। ব্য়তিক্রম হল না নবমীর রাতেও।