টালা ব্রিজ খোলা নিয়ে অবশেষে জট কাটতে চলেছে। ১২ সেপ্টেম্বর এই ব্যাপারে বৈঠকে বসছে কলকাতা পুলিশ। মনে করা হচ্ছে সবকিছু ঠিক থাকলে মহালয়ার আগের দিনই নতুন টালা ব্রিজের উদ্বোধন হবে। আগেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল, পুজোর আগে সেতুর উপর দিয়ে যান চলাচল শুরু হবে। সরকারি সূত্রে জানানো হয়েছিল, সম্ভবত পঞ্চমীর দিন থেকেই টালা সেতুর উপর দিয়ে যান চলাচল করবে।
প্রায় দু বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে উত্তর কলকাতার এই সেতু। এখনও বারাকপুর থেকে শ্যামবাজারগামী যান চলাচল হচ্ছে ঘুর পথেই। পুরসভা সূত্রে জানানো হয়েছে, মহালয়ার আগে টালা ব্রিজের উদ্বোধন একপ্রকার নিশ্চিত। কারণ পুজোর সময় যানযট এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
২০২০ সালের পয়লা ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল টালা ব্রিজ ভাঙার কাজ। মূলত মাঝের হাট সেতু ভেঙে পড়ার পরেই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল শহরের সেতুর স্বাস্থ্য পরীক্ষার। সেই রিপোর্টে সুপারিশ করা হয়েছিল, টালা ব্রিজ ভেঙে নতুন করে তৈরির করার।