তিলজলায় ৭ বছরের শিশুকে ধর্ষণ ও খুন। ফাঁসির সাজা ঘোষণা আলিপুরের বিশেষ পকসো আদালতের। আদালত জানিয়েছে, বিরলের মধ্যে বিরলতম ঘটনা।
গত ২০২৩ সালের ২৬ মার্চ তিলজলায় ৭ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়। এই ঘটনায় মামলা ছিল আলিপুর আদালতে। পকসো আদালতের বিচারক সুদীপ্ত ভট্টাচার্য বলেন, "এটা বিরলের মধ্যে বিরলতম অপরাধ। অমানবিক অত্যাচার চালানো হয়েছে। নিজেকে বাঁচানোর ক্ষমতা ছিল না শিশুটির।"
গতবছর মার্চে তিলজলায় নাবালিকাকে খুন ও ধর্ষণ কাণ্ডে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পুলিশ সূত্রে খবর, সকাল ৮টা থেকে নিখোঁজ ছিল ওই নাবালিকা। পুলিশ দাবি করে, বেলা ১২টায় থানায় অভিযোগ দায়ের করে পরিবার। সিসি ক্যামেরায় পাশের বাড়ি ঢুকতে দেখা যায় নাবালিকাকে। তা সত্ত্বেও ওই নাবালিকাকে খুঁজে পাওয়া যায়নি। ৩২টি ফ্ল্যাটে তল্লাশি করে পুলিশ। পরে পাশের বিল্ডিংয়ের ১টি তালাবন্ধ ফ্ল্যাটে সুটকেস বন্ধ অবস্থায় উদ্ধার হয় ওই নাবলিকার দেহ। জানা যায়, মাথায় ও কানে আঘাতের চিহ্ন রয়েছে। ফ্ল্যাটের মালিক বিহারের সমস্তিপুরের বাসিন্দা অশোক কুমারকে গ্রেফতার করে পুলিশ।