বাক-বিতণ্ডা চলছিল আগে থেকেই। প্রকাশ্যেও এসেছে একবার। কিন্তু এবার অন্য রূপে ধরা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার দুই মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং ইন্দ্রনীল সেন। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে গান গাইলেন তাঁরা।
বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়ে রাজ্য মন্ত্রিসভায় জায়গা পেয়েছিলেন বাবুল সুপ্রিয়। সেসময় ইন্দ্রনীলের হাতে থাকা পর্যটন দফতরের দায়িত্ব বাবুলের হাতে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। যদিও সময় যত এগোতে থাকে ততই দুজনের মধ্যে মনোমালিন্য় বাড়তে থাকে। এমনকি, বিধানসভার মুখ্যমন্ত্রীর ঘরের সামনে বাদানুবাদে জড়িয়ে পড়েন বাবুল ও ইন্দ্রনীল। কিন্তু মঙ্গলবার অন্যভাবে দেখা গেল তাঁদের দুজনকেই। মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে গাইলেন রাজ্য সঙ্গীত।
সূত্রের খবর, বাবুলকে দায়িত্ব দিয়ে খুব একটা খুশি ছিলেন না মুখ্যমন্ত্রী। জুলাই মাসে একটি প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেসময় পর্যটন উন্নয়ন নিগমের চেয়ারম্যান পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দেন তিনি। তার পরিবর্তে ওই পদে ইন্দ্রনীল সেনকে বসানো হয়।