নিয়োগপত্র নিয়ে আন্দোলন করছেন চাকরিপ্রার্থীরা। দুর্গাপুজোর চারদিনই চলেছে ধর্না। এবার মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে অভিনব লক্ষ্মীপুজোর আয়োজন আন্দোলনকারীদের। নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আগেই জানিয়েছিলেন চাকরিপ্রার্থীরা। তার ফলে ঘরে লক্ষ্মীপুজো করতে পারছেন না। প্ল্যাকার্ড ও পোস্টার নিয়ে ধর্না মঞ্চেই অভিনব লক্ষ্মীপুজো পালন।
একজন চাকরিপ্রার্থী লক্ষ্মী সাজেন। অন্যদের হাতে শোলার থালা, পোস্টার, প্ল্যাকার্ড। তাতে একাধিক দাবি লেখা। লক্ষ্মীর হাতে লেখা, 'অনশনে বঞ্চিতা লক্ষ্মী'। শঙ্খধ্বনি, উলুধ্বনিতে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে পালিত হয় লক্ষ্মীপুজো। আন্দোলনের দাবিগুলি নিয়ে 'লক্ষ্মীর পাঁচালি'-ও পড়লেন আন্দোলনকারীরা।
পুজোর আগে সাংবাদিক সম্মেলন করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু চাকরিপ্রার্থীদের অনুরোধ করেন, পুজোতে যেন তাঁরা পরিবার-পরিজনের কাছে ফিরে যান। SSC ও SLST চাকরিপ্রার্থীদের দাবি, নিয়োগপত্র হাতে পেলে তবেই আন্দোলন প্রত্যাহার করবেন তাঁরা। সেই অবস্থানেই এখনও অনড় আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা। চাকরিপ্রার্থীরা নিয়োগপত্রের দাবিতে দীর্ঘদিন ধরে গান্ধীমূর্তির পাদদেশে চলছে ধর্না ।