মধ্যরাত থেকে শুরু হয়েছে সংস্কারের কাজ। তার জেরে আজ, শনিবার সকাল থেকে খানিকটা থমকে রয়েছে দমদমে ট্রেন পরিষেবা। শনি ও রবিবার মিলিয়ে শিয়ালদহ উত্তর শাখায় বাতিল করা হয়েছে ১৪৩টি লোকাল ট্রেন। যাত্রী দুর্ভোগ এড়াতে লক্ষ্য রাখছে পূর্ব রেল।
এই সপ্তাহের গোড়াতেই বিজ্ঞপ্তি প্রকাশ করে সংস্কারের কাজের কথা জানায় পূর্ব রেল। ঘোষণা করা হয়, ৫২ ঘণ্টা ধরে চলবে সংস্কারের কাজ। তার জেরে লোকাল ট্রেনের পাশাপাশি বাতিল করা হয়েছে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনও।
শনিবারের পাশাপাশি রবিবারও এই ট্রেন বাতিল থাকবে। সোমবার থেকে স্বাভাবিক হবে রেল পরিষেবা। তবে, আজ সারাদিনে পরিস্থিতি কী রকম থাকে, তার উপরে নজর রয়েছে রেলের।