কসবা। তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলার ঘটনার পর থেকে রোজই এখন খবরের শিরোনামে। কী কারণে হামলা কাউন্সিলরের উপরে ? এই ঘটনার পিছনে জমির বিবাদ নাকি আস্ত একটা ভেড়ি ? তার তদন্ত করছে পুলিশ। তবে, এই ঘটনার পর থেকেই একটা নতুন মোড় দেখা যাচ্ছে রাজ্য রাজনীতিতে। দাবি উঠেছে একজন পূর্ণ সময়ের জন্য পুলিশমন্ত্রীর।
কসবার এই ঘটনার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে ব্যাট ধরেছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। তিনি দাবি করেছিলেন, রাজ্যের এই পরিস্থিতিতে প্রয়োজন একজন ফুলটাইম পুলিশমন্ত্রীর। অপরাধ যাঁর নজর এড়াতে পারবে না। নিজের দাবিতে তৃণমূল বিধায়কের যুক্তি ছিল, অনেক কাজেই ব্যস্ত থাকেন মুখ্যমন্ত্রী। তাই অনেক সময় তাঁর কাছে গেলেও দেখা পাওয়া যায় না।
কসবার ঘটনার মধ্যে পুলিশমন্ত্রী নিয়ে হুমায়ুনের এই দাবি কার্যত স্ফুলিঙ্গের কাজ করেছে। যদিও তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ জানিয়েছিলেন, অভিষেককে নিয়ে হুমায়ুনের বক্তব্য একেবারেই ব্যক্তি। কিন্তু তৃণমূল নেতা ফিরহাদ হাকিম জানিয়েছেন, যাই হোক না মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতা এখনও দেশের সবচেয়ে নিরাপদ শহর।
পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, রাজনৈতিক মহলের দাবি, আগামী বিধানসভার ভোটের আগে পর্যন্ত এই আলোচনা চলতে পারে তৃণমূলের অন্দরে। এসবের মধ্যেই বড় পরিবর্তন আসতে পারে তৃণমূল কংগ্রেসে। যা নিয়ে মহড়া বৈঠক হয়ে গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের রিপোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জমা দিয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি।