সারাবছর কার্যত হাপিত্যেশ করে বইমেলার জন্য অপেক্ষা করে থাকেন বইপোকারা। এবার সুখবর দিল গিল্ড।কলকাতা আন্তর্জাতিক বইমেলার দিনক্ষণ ঘোষণা করে দিল সংস্থাটি। ৪৬ তম আন্তর্জাতিক বইমেলা শুরু হতে চলেছে আগামী বছরের ৩০ শে জানুয়ারি থেকে। ১২ দিন টানা চলবে মেলা। শেষ হবে ১২ ই ফেব্রুয়ারি। প্রতিবারের মতো এবছরও সেন্ট্রাল পার্কেই বইমেলা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: আগামী অধিবেশনের আগে বিধায়কদের জন্য কোর্সের প্রস্তাব স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের
এবারের থিম কান্ট্রি স্পেন। ঠিক ১৭ বছর আগেও এই থিমেই অনুষ্ঠিত হয়েছিল বইমেলা। গিল্ডের তরফে ঘোষণা হতেই বইমেলার প্রস্তুতি শুরু করে দিয়েছে বিভিন্ন প্রকাশনা সংস্থা ও বই বিক্রেতারা । ৪৬ তম বইমেলা উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
করোনার জন্য একবছর বইমেলা হয়নি । আর গত বছর করোনার জন্য় কিছুটা পিছিয়ে গিয়েছিল বইমেলা । সেইসঙ্গে মানতে হয়েছিল কড়া বিধিনিষেধ । তবে এবছর করোনার বাড়বাড়ন্ত আর নেই । মাস্ক ছাড়াই চলাফেরা করছেন অনেকে । তাই এবার আর কোনও বিধিনিষেধ থাকছে না বইমেলায় । আর বিধি নিষেধ না থাকায় বইমেলায় বইপ্রেমীদের ভিড় বাড়বে বলে আশা করছেন বই বিক্রেতারা । শুধু রাজ্য নয়, এবছর বইমেলায় বিদেশিদেরও ভিড় বাড়বে বলে মনে করা হচ্ছে ।