প্রার্থীরা বারবার অভিযোগ করেছিলেন। এবার সেই অভিযোগ মেনে নিলেন ইন্টারভিউয়াররাও। হাই কোর্টে রুদ্ধদ্বার শুনানিতে স্বীকার করলেন তাঁরা। টেটের অ্যাপ্টিটিউড টেস্ট সঠিক পদ্ধতি মেনে হয়নি। শুনানিতে একটি নথিতেও সই করেছেন তাঁরা। নথি প্রকাশ করেন মামলাকারী প্রার্থীদের আইনজীবী।
২০১৪ টেট নিয়েই গণ্ডগোলের সূত্রপাত। ওই পরীক্ষার নিয়োগ হয় ২০১৬ সালে। এক লক্ষ ৬ হাজার জন টেট উত্তীর্ণ হন। তাঁদের মধ্যে চাকরি পেয়েছেন ৪২ হাজার ৫০০ জন। ওই নিয়োগের ক্ষেত্রেই অনিয়মের অভিযোগ তোলেন বেশ কয়েকজন প্রার্থী। মামলাকারীর আইনজীবী অরুন্ধতী তিওয়ারি দাবি করেন সঠিক পদ্ধতিতে অ্য়াপ্টিটিউড টেস্ট হয়নি। এই অভিযোগের ভিত্তিতেই ৩০ জন ইন্টারভিউয়ারকে ডেকে রুদ্ধদ্বার শুনানি করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁদের মধ্যে ২৫ জনই স্বীকার করেন, নির্দিষ্ট নিয়ম মেনে পরীক্ষা হয়নি। সমর্থনে একটি নথিতে সইও করেন তাঁরা।
ইন্টারভিউয়ারদের মধ্যে কেউ জানিয়েছেন, বোর্ডের তরফে কোনও নির্দেশিকা ছিল না। টেস্টে কত নম্বর ছিল, তাও তাঁরা জানতে না। অ্যাপ্টিটিউড টেস্ট যে নিতে হবে, সেটাই কেউ জানাননি। ইন্টারভিউ নেওয়ার জন্য আলাদা কোনও জায়গাও দেওয়া হয়নি বলে নথিতে লিখেছেন কেউ।