‘দানা’ আসার আগেই তার ক্ষয়ক্ষতি, প্রভাব সম্পর্কে আন্দাজ করা গিয়েছিল। প্রায় ১৫ ঘণ্টা পরিষেবা সাময়িক বন্ধ রাখা হয়েছিল কলকাতা বিমানবন্দরের। শিয়ালদহ ডিভিশনের একাধিক লোকাল ট্রেন বাতিলের পাশাপাশি, দূরপাল্লার ট্রেনও বাতিল হয়েছিল। অফিসযাত্রীদের প্রশ্ন ছিল, মেট্রোও কি বন্ধ থাকবে?
অবশেষে বিবৃতি দিয়ে কলকাতা মেট্রোর সিপিআরও কৌশিক মিত্র জানান, কলকাতার মেট্রো পরিষেবায় কোনও পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ, দানা ঘূর্ণিঝড়ের প্রকোপে মেট্রো চলাচল বন্ধ থাকছে না। বরং স্বাভাবিকই থাকবে মেট্রো পরিষেবা।
ভিডিয়ো বার্তায় তিনি জানান, দানা ল্যান্ডফলের পর মেট্রো পরিষেবা কী হবে তা নিয়ে প্রশ্ন জেগেছে। তিনি জানান, “ কলকাতা মেট্রোর সময়ে কোনও পরিবর্তন হচ্ছে না। মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে। কোনও পরিবর্তন আমরা করছি না। দমদম থেকে কবি সুভাষ ও কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত শেষ মেট্রোর যে সময় রয়েছে তা হল রাত ১০.৪০। সেই সময় অনুযায়ীই চলবে। হাওড়া রুটের ও সল্টলেক রুটের মেট্রো পরিষেবাও স্বাভাবিক যেই সময়ে চলে, সেই মতই চলবে। মেট্রোরেল আপনাদের সঙ্গেই থাকবে। এই জন্যই মেট্রোরেল কলকাতার লাইফ লাইন।'' সেই মতোই শুক্রবার সকাল থেকে মেট্রো পরিষেবা স্বাভাবিকই রয়েছে।
উল্লেখ্য ধীরে ধীরে বিমান পরিষেবা, একাধিক রুটের ট্রেন পরিষেবাও স্বাভাবিক হচ্ছে। শুক্রবার সকাল থেকে নির্ধারিত সূচি অনুযায়ী হাওড়া-বর্ধমান রুটের ট্রেন চলাচল করছে। এছাড়াও বর্ধমান ও হাওড়ার মধ্যে বাস পরিষেবাও স্বাভাবিক রয়েছে।
ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট বা IMD-র দেওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার রাতে ওড়িশার কেন্দাপাড়া জেলার ভিতরকণিকা এবং ভদ্রক জেলার ধামরা-তে ল্যান্ডফল করে ঘূর্ণিঝড় ‘দানা’ । তবে এর আগে IMD-র তরফে জানানো হয়েছিল পশ্চিমবঙ্গের দিঘা, সাগরদ্বীপ, সুন্দরবন অঞ্চলে প্রভাব ফেলতে পারে এই ঘূর্ণিঝড়। আর সেই কারণে বৃহস্পতিবার সন্ধে ৬টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত কলকাতা বিমানবন্দর পুরোপুরিভাবে বন্ধ রাখার ঘোষণা করা হয়েছিল। বৃহস্পতিবার সন্ধে সাড়ে ৫টায শেষ বিমাটি উড়ে যায়। কিন্তু যেহেতু সেভাবে কোনও বড়সড় প্রভাব পড়েনি কলকাতায় । সেই কারণে শুক্রবার সকাল ৮টা থেকেই পরিষেবা চালু করা হয়।