স্বাধীনতা দিবসের দিন মেট্রো রেলের শুরু এবং শেষের সূচিতে কোনও বদল নেই ,তবে একটি মেট্রোর সঙ্গে অন্য মেট্রোর ব্যবধান সেদিন বাড়বে এমনটাই জানিয়েছেন মেট্রোরেল কর্তৃপক্ষ। স্বাধীনতা দিবসের দিন আগামী মঙ্গলবার উত্তর-দক্ষিণ করিডোরে ১৮৮টি এবং পূর্ব-পশ্চিম করিডোরে ৯০ টি মেট্রো চালানো হবে।
JU Student Death: স্বপ্নদীপের মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ, যাদবপুরে রাজ্যপাল
অন্যান্য দিনের মতোই স্বাধীনতা দিবসের দিনেও দমদম থেকে কবি সুভাষের শেষ মেট্রো রাত ৯.৪০ মিনিটে ছাড়বে। এবং উল্টো দিকের গাড়ি ছাড়বে একই সময়ে। শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী মেট্রো চলবে ৬টা ৫৫ মিনিট থেকে। শেষ মেট্রো ওই ৯.৩৫ থেকে ৪০ এই ছাড়বে।