অবশেষে জামিন পেলেন ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের বিধায়ক নৌশাদ সিদ্দিকি। ৪০ দিন জেলে থাকার পর আইএসএফ বিধায়ক নৌশাদের জামিনের আর্জি মঞ্জুর করেছে কলকাতা হাই কোর্ট।
নৌশাদের আইনজীবী জানিয়েছেন, নৌশাদ বা কর্মী-সমর্থকদের বিরুদ্ধে সেই মারধরের কোনও প্রমাণ আদালতে দেখাতে পারেনি রাজ্য। গ্রেফতার করার পর নৌশাদ সহ মোট ৬৫ জন আদালতে মামলা করে, তাঁদের বলপূর্বক গ্রেফতার করা হয়েছে ও পুলিশ হেফাজতে রাখা হয়েছে। বুধবার এই মামলা হাই কোর্টে উঠলে, আদালত জানায়, ধর্মতলার ঘটনায় আদৌ নৌশাদের ভূমিকা প্রমাণ করা যাবে কি!
আরও পড়ুন: একের পর এক অশালীন মন্তব্য, 'মহিলাদের সম্মান করা উচিৎ', ক্ষোভ উগড়ে দিলেন সায়ন্তিকা
গ্রেফতারি প্রসঙ্গে বিধায়ক নৌশাদ আগেই জানান, যা চলছে, তা হেনস্থা ছাড়া কিছু নয়। আইএসএফের বিরুদ্ধে রাজ্য চক্রান্ত করছে বলেও অভিযোগ তোলেন তিনি। গত ২১ জানুয়ারি, ধর্মতলায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় আইএসএফ কর্মী সমর্থকদের। এরপরই গ্রেফতার করা হয় নৌশাদ-সহ একাধিক কর্মী-সমর্থকদের।