শনিবার আইএসএফ (Isf) বিধায়ক নৌশদ সিদ্দিকীকে (Naushad Siddiqui) আলিপুর নগর দায়রা আদালতে তোলা হয়। এদিন ফের তাঁকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।
এরপরই আদালতের বাইরে বেরিয়ে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে তোপ দাগের নৌশাদ। নৌশাদ জানিয়েছেন, জেলে আটকে রাখার জন্যই তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করা হয়েছে। এছাড়াও তিনি অভিযোগ করেন, জেল, জরিমানা করে নৌশাদ সিদ্দিকিকে রোখা যাবে না।
আরও পড়ুন - আসানসোলে হোটেলে ঢুকে ব্যবসায়ীকে গুলি করে খুন দুষ্কৃতীদের, তদন্তে পুলিশ
২৮ জানুয়ারি ধর্মতলায় বিক্ষোভের কারণে রণক্ষেত্র হয়ে ওঠে কলকাতা। এই ঘটনায় কলকাতা পুলিশ গ্রেফতার করে আইএসএফ-র একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী-সহ ১৯ জনকে। পরে ধর্মতলা থেকে ভাঙড় যাওয়ার পথে গ্রেফতার করা হয় ৪৩ জনকে।