বিধায়ক নৌশাদ সিদ্দিকি-সহ আইএসএফ (ISF) নেতা-কর্মীদের গ্রেফতারির প্রতিবাদে এবার রাজপথে নামতে চলেছে নাগরিক মঞ্চ (Nagarik Mancha)। কলকাতা পুলিশের (Kolkata Police) অনুমতি না মিললেও বুধবার দুপুর ১টায় শিয়ালদহ থেকে এই মিছিল শুরু হওয়ার কথা রয়েছে আইএসএফের।
বিধায়ক এবং দলীয় কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতেই আইএসএফের এই মিছিল। আইএসএফের এই মিছিলে পা মেলাবেন নাগরিক মঞ্চের একাংশ। বিরোধীদের কণ্ঠরোধ করতে চাইছে শাসকদল। এই অভিযোগে আইএসএফের পাশে দাঁড়িয়েছে সিপিএম, বিজেপিও।
আরও পড়ুন- প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজো নিয়ে শুরু তৃণমূলের গোষ্ঠীকোন্দল
শনিবার ধর্মতলায় বিক্ষোভের কারণে রণক্ষেত্র হয়ে ওঠে কলকাতা। এই ঘটনায় কলকাতা পুলিশ গ্রেফতার করে আইএসএফ-র একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী-সহ ১৯ জনকে। পরে ধর্মতলা থেকে ভাঙড় যাওয়ার পথে গ্রেফতার করা হয় ৪৩ জনকে। তারপর থেকেই গ্রেফতার হওয়া নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে আওয়াজ তুলেছে আইএসএফ।