ছাত্রনেতা আনিস খানের (Anish Khan) রহস্য মৃত্যুকাণ্ডে সিবিআই তদন্তের (CBI Probe) দাবিতে কলকাতায় মিছিল করল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF)। মঙ্গলবার শিয়ালদহ স্টেশন থেকে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল করে তারা। মিছিলের নেতৃত্বে ছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি।
এদিন প্রতিবাদ মিছিলে এসে নওশাদ রাজ্য পুলিশকে কটাক্ষ করেন। তিনি বলেন, "আনিসের পরিবার সিবিআই তদন্ত চেয়েছে। যে পুলিশ তাঁর হত্যায় অভিযুক্ত, তাঁরা কীভাবে আনিসের মৃত্যুর তদন্ত করবে। আমরা চাই, আনিস বিচার পাক। পরিবারের দাবি পূরণ হোক।"
আরও পড়ুন: আনিস খান কাণ্ডে পথে নামল তৃণমূল কংগ্রেস, জবাব বিরোধীদের কটাক্ষের
সোমবারই আনিস খান হত্যাকাণ্ডে পথে নেমেছিল শাসকদল তৃণমূল কংগ্রেস। বিরোধীদের দাবি উড়িয়ে দিয়ে তৃণমূল জানিয়েছে, আনিস কাণ্ডে তদন্ত সঠিক পথেই এগোচ্ছে। সোমবারই জটিলতা কাটিয়ে কবর থেকে আনিসের দেহ তুলে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। দ্বিতীয় বার ময়নাতদন্ত করা হয় ছাত্রনেতার দেহের। ময়নাতদন্ত করে হাসপাতালের তিন চিকিৎসকের একটি দল। নেতৃত্বে ছিলেন ফরেনসিক মেডিসিনের বিশেষজ্ঞ ইন্দ্রাণী দাস। ছিলেন হাওড়া জেলা আদালতের বিচারক এবং রাজ্য সরকার গঠিত বিশেষ তদন্তকারী দল (SIT)-এর কয়েক জন সদস্য।