রীতিমতো হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে যাদবপুরের ঘটনায় ধৃত সৌরভ চৌধুরীকে বাঁচানোর চেষ্টা করা হয়েছিল। যাদবপুরের ঘটনায় এবার আদালতে এই দাবি করল পুলিশ।
আইনজীবী জানিয়েছেন, প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর ঘটনার পর সৌরভকে বাঁচানোর অনেক প্রমাণ পুলিশের হাতে রয়েছে। এমনকী ওই গ্রুপে নির্দেশ দেওয়া হত, সৌরভ সম্পর্কে পুলিশ জিগেস করলে কী বলতে হবে। গোটা ঘটনায় সৌরভকেই মূল চক্রী বলে আদালতে দাবি করা হয়েছে।
আরও পড়ুন : থানায় ডেকে জিজ্ঞাসাবাদ ছাত্রনেতা অরিত্রকে, তলব আরও এক পড়ুয়াকে
এদিকে পড়ুয়া মৃত্যুর ঘটনার পর এবার যাদবপুরের মূল হস্টেলের বিরুদ্ধে অভিযোগ তুললেন স্থানীয়রা। তাদের অভিযোগ, প্রায় রোজ রাতেই হস্টেলের মধ্যে থেকে ডিজের শব্দে কান পাতা দায় হত। এমনকী, পড়শিদের অভিযোগ এই অত্যাচারের জেরে ছোটদের ঘুমে ব্যাঘাত ঘটল।
গত ৯ অগাস্ট যাদবপুরের হস্টেলে এক পড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল এখন রাজ্য রাজনীতি। এই ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জন পড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় মঙ্গলবার রাতভর জেরা করা হয়েছে, এই ঘটনায় জড়িত সন্দেহে তিন পড়ুয়াকে।