যাদবপুরের সমাবর্তন নিয়ে শনিবার চূড়ান্ত অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এদিকে আচার্যের অনুমতি ছাড়াই সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন হয়ে গিয়েছিল। রবিবার কোর্ট মিটিংয়ে সিদ্ধান্ত হয় সূচি মেনেই হবে সমাবর্তন। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন বুদ্ধদেব সাউ। কিন্তু ছাত্রছাত্রীদের ডিগ্রি নিয়ে যাতে আইনি জটিলতা না হয়, তাই অনুষ্ঠানের সার্টিফিকেট তুলে দেন সহ উপাচার্য অমিতাভ দত্ত। অনুষ্ঠানের পৌরোহিত্য করলেন রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু।
শনিবারই যাদবপুরের সমাবর্তনের জন্য বিশেষ ক্ষমতা দিয়েছিল রাজ্যের শিক্ষার দফতর। এদিন অনুষ্ঠানে মঞ্চেই থাকলেন উপাচার্য বুদ্ধদেব সাউ। তাঁর সাক্ষরিত শংসাপত্রই ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়েছে। এদিন নির্ধারিত সময়ের কিছু পরেই অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে আসেননি ইউজিসি চেয়ারম্যান।
যাদবপুর ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন বা জুটা দাবি করে, সহ উপাচার্যকে সামনে রেখেই ডিগ্রি প্রদান করা হোক।