প্রায় বছর ঘুরতে চলল। যাদবপুরের ছাত্রের মৃত্যুর ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা বাংলা। উঠেছিল ব়্যাগিংয়ের অভিযোগ। ঘটনাটি ঘটেছিল বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলেই। এবার এই নিয়েই আরও বড় পদক্ষেপ করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিয়ম হয়ে গেল, আর বিশ্ববিদ্যালয়ের হস্টেল দখল করে বসে থাকতে পারবে না প্রাক্তনীরা। অর্থাৎ, লেখাপড়া শেষ হওয়ার ৭ দিনের মধ্যেই হস্টেল ছেড়ে দিতে হবে ছাত্রদের। এই মর্মে নির্দেশিকা জারি করে, বিশ্ববিদ্যালয়ের তরফে জানিয়ে দেওয়া হয়েছে সমস্ত ছাত্রছাত্রীদের।
উল্লেখ্য, প্রায় ৯ মাস পর, বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রমৃত্যুর ঘটনায় অভিযুক্ত প্রায় ৩৮ জনের বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থাও নিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতি।
সিদ্ধান্তে ঠিক হয়েছে, অভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্ট ও তার ভিত্তিতে আন্টি র্যাগিং স্কোয়াডের সুপারিশ অনুযায়ী ঘটনায় গ্রেফতার ৪ ছাত্রকে পুরোপুরি বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত করা হবে। ৫ জন ছাত্রকে ৪টি সেম তথা দুই বছরের জন্য সাসপেন্ড ও হস্টেল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে। প্রায় ২৫ জন ছাত্রকে ১টি সেম তথা ৬ মাসের জন্য সাসপেন্ড করা হবে এবং হস্টেল থেকে আজীবনের জন্য বহিস্কার করা হবে।