প্রায় বছর ঘুরতে চলল। যাদবপুরের ছাত্রের মৃত্যুর ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা বাংলা। উঠেছিল ব়্যাগিংয়ের অভিযোগ। প্রায় ৯ মাস পর, বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রমৃত্যুর ঘটনায় অভিযুক্ত প্রায় ৩৮ জনের বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তে সিলমোহর দিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতি।
গত বছর ডিসেম্বর মাসেই অ্যান্টি র্যাগিং কমিটিতে শাস্তি দেওয়ার বিষয়িটি চূড়ান্ত হয়েছিল। মাঝে উপাচার্য বদলের সময়ে ঘটনাটি ঝুলে ছিল, অবশেষে গত ২২ এপ্রিল অন্তর্বর্তী উপাচার্য পদে আসেন ভাস্কর গুপ্ত। এরপর কর্মসমিতির বৈঠকের সিদ্ধান্ত পাস হয়।
Lok Sabha Election 2024 : নন্দীগ্রামে এজেন্টকে অপহরণের অভিযোগ দেবাংশুর, সেতুর ভাঙার অভিযোগ
সিদ্ধান্তে ঠিক হয়েছে, অভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্ট ও তার ভিত্তিতে আন্টি র্যাগিং স্কোয়াডের সুপারিশ অনুযায়ী ঘটনায় গ্রেফতার ৪ ছাত্রকে পুরোপুরি বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত করা হবে। ৫ জন ছাত্রকে ৪টি সেম তথা দুই বছরের জন্য সাসপেন্ড ও হস্টেল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে। প্রায় ২৫ জন ছাত্রকে ১টি সেম তথা ৬ মাসের জন্য সাসপেন্ড করা হবে এবং হস্টেল থেকে আজীবনের জন্য বহিস্কার করা হবে।