বুধবার রাতে মাকে ফোন করেছিলেন। তিনি ভাল নেই, খুব ভয় করছে। মাকে শীঘ্র আসতেও বলেছিলেন স্বপ্নদীপ কুন্ডু। বৃহস্পতিবার এমনই জানালেন, তাঁর মামা অরূপ কুন্ডু। সেই সঙ্গে ভাগ্নের রহস্যমৃত্যুর নেপথ্যে 'ব়্যাগিং'-এর অভিযোগ করলেন তিনি। যাদবপুর থানায় FIR জানান অরূপ। বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University Student Died) বিরুদ্ধেও অভিযোগ করেছেন। এই ঘটনার তদন্ত করছে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কমিটি। পুলিশও তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে খবর, বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের এ ব্লকের তৃতীয় তলার বারান্দা থেকে কোনও ভাবে পড়ে যায় মৃত্যু হয় স্বপ্নদীপের। আত্মহত্যা করেছেন কিনা, সেই নিয়েও সংশয় তৈরি হয়েছে। মায়ের সঙ্গে কথা বলে তিনি বলেন, তাঁর খুব ভয় করছে। এরপর আর অভিভাবকের কাছে ফোন পাননি তিনি। পড়ে গিয়েছেন বলে খবর দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে।
আরও পড়ুন: যাদবপুরের হোস্টেল থেকে পড়ে 'অস্বাভাবিক মৃত্যু পড়ুয়ার, উঠছে র্যাগিং-এর প্রসঙ্গ