যাদবপুরে ছাত্রকে নিগ্রহের ঘটনায় ছয় অভিযুক্তকে এবার শাস্তি দিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ওই ছয় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে আর ঢুকতে পারবে না। প্রসঙ্গত, এই ঘটনায় জড়িত ছয় অভিযুক্তই এখন জেল হেফাজতে রয়েছে।
এই বছরের অগাস্ট মাসে ছাত্র মৃত্যুর ঘটনায় উত্তাল হয়েছিল যাদবপুর। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতিও। বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেল থেকে পড়ে মৃত্যু হয় প্রথম বর্ষের এক পড়ুয়ার। এই ঘটনায় খুনের অভিযোগ দায়ের করে পরিবার। তার ভিত্তিতেই বিশ্ববিদ্যালয়ের ছয় পড়ুয়াকেই গ্রেফতার করা হয়।
অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের পড়ুয়া দীপশেখর দত্ত, সোশিওলজি বিভাগের মনোতোষ ঘোষ, ইঞ্জিনিয়ারিং বিভাগের আসিফ আফজল আনসারি, ইঞ্জিনিয়ারিংয়ের অঙ্কন সরকার, সত্যব্রত রায় ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের এমডি আরইফ। অভিযুক্ত এই ছ’জন বর্তমানে জেলবন্দি রয়েছেন।