যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ অধ্যাপকের বিরুদ্ধে। প্রথম বর্ষের ওই ছাত্রীর অভিযোগ, তাঁকে পরীক্ষার হল থেকে ডেকে নিয়ে গিয়ে যৌন প্রস্তাব দেওয়া হয় দুই সিনিয়র ছাত্রের মারফত। ঘটনাটি ঘটেছে ২১ ফেব্রুয়ারি।
এই গোটা ঘটনার অভিযোগ ইতিমধ্যেই একটি ইমেলের মাধ্যমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু-সহ বিশ্ববিদ্যালয়ের সমস্ত শীর্ষ পদাধিকারীকে জানিয়েছেন।
ছাত্রীর অভিযোগ, সিনিয়র দুই ছাত্র তাঁকে বলেন, পরীক্ষায় ভাল ফল করতে হলে তাঁকে এই সম্পর্কে জড়াতেই হবে। এই ঘটনায় রীতিমতো হতভম্ব হয়ে পড়েছেন ওই ছাত্রী।
আরও পড়ুন - পুরসভায় বিতর্কিত মন্তব্য, অনন্যার বিরুদ্ধে থানায় অভিযোগ, হাজরায় বিক্ষোভ বিজেপির