যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য পদের দায়িত্ব সামলাবেন বুদ্ধদেব সাউই। একথা জানিয়ে দিল রাজ্যের উচ্চশিক্ষা দফতর।
গত ২৩ ডিসেম্বর যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউকে অপসরণের নির্দেশ দিয়েছিলেন আচার্য রাজ্যপাল সিভি আনন্দ। এই নির্দেশের পরেই উচ্চশিক্ষা দফতরকে একটি চিঠি পাঠায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার স্নেহমঞ্জু বসু। যে চিঠিতে এই সিদ্ধান্তের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল এবং বুদ্ধদেব সাউকে উপাচার্যের ক্ষমতা ও দায়িত্ব পালন করে যেতে বলা হয়েছিল।
আরও পড়ুন - কলকাতা মিউজিয়াম বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি, ঘটনাস্থলে বম্ব স্কোয়্যাড ও পুলিশ
শুক্রবার বিশ্ববিদ্যালয়কে পাল্টা চিঠি পাঠিয়েছে শিক্ষা দফতর। যে চিঠিতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে উচ্চ শিক্ষা দফতর। বলা হয়েছে, অন্তর্বর্তী উপাচার্যের দায়িত্বে থাকবেন বুদ্ধদেব সাউই।
যদি এই টানাপোড়েন এখনও শেষ হয়নি। কারণ বৃহস্পতিবারই রাজভবন থেকে একটি চিঠি পাঠিয়ে জানানো হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত উপাচার্য নন বুদ্ধদেব সাউ।