শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বুদ্ধদেব সাউকে সরানোর নির্দেশ দিয়েছে রাজভবন। সমাবর্তন সম্পন্ন করানোর জন্য তাঁকেই বিশেষ ক্ষমতা দিয়েছে রাজ্যের শিক্ষা দফতর। জুটার প্রস্তাব সহ-উপাচার্যকে সামনে রেখে সমাবর্তন করে দেওয়া হোক। রবিবার সমাবর্তনে পড়ুয়াদের হাতে যে শংসাপত্র তুলে দেওয়া হবে, উপাচার্য হিসেবে তাতে বুদ্ধদেব সাউয়ের সই রয়েছে। পরিস্থিতিতে শংসাপত্র পরে বদলও করা হতে পারে।
এদিকে রাজভবন বিবৃতি দিয়ে জানিয়েছে উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। পড়ুয়াদের থেকে সমাবর্তনের যে টাকা নেওয়া হয়েছে, তা উপাচার্য ও অন্য দায়িত্বপ্রাপ্তদের বেতন থেকে কেটে নেওয়া হবে।