গত কয়েকদিন ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) ছাত্র মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় বাংলা । প্রশ্ন উঠেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও । ঘটনার প্রায় একসপ্তাহ পর টনক নড়ল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ।
এবার থেকে ফ্রেশারদের জন্য পৃথক হস্টেলের ব্যবস্থা করছে বিশ্ববিদ্যালয় (Jadavpur Student Death) । সম্প্রতি, সেই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছেন ডিন অব স্টুডেন্টস রজত রায় । চলতি ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকেই নির্দেশ কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
জানা গিয়েছে, বুধবার বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র্যাগিং কমিটির বৈঠক ছিল। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য এবার থেকে আলাদা হস্টেলের ব্যবস্থা থাকবে । নির্দেশিকায় বলা হয়েছে, নিউ বয়েজ হস্টেলে থাকবেন তাঁরা । আর ওই হস্টেলের সিনিয়র পড়ুয়াদের অন্য হস্টেলে পাঠানো হবে । তবে, কোন হস্টেলে তাঁদের পাঠানো হবে, তা এখনও জানানো হয়নি । দ্রুত সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর ।
আরও পড়ুন, JU student death: হস্টেলে অশান্তির খবর জানতেন না, সুপারের দিকে আঙুল তুলে অভিযোগ ডিন অফ স্টুডেন্টেসের
উল্লেখ্য, প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য আলাদা হস্টেলের বন্দোবস্তের কথা ইউজিসির নিয়মাবলীতে রয়েছে । কিন্তু, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সেই নিয়ম মানা হত না । এক পড়ুয়ার মৃত্যুর পর অবশেষে টনক নড়ল কর্তৃপক্ষের ।
বুধবার গভীর রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের এ-২ ব্লকের নীচ থেকে নগ্ন ও অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় বাংলা অনার্সের প্রথম বর্ষের এক ছাত্রকে । বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয় । মৃত পড়ুয়ার বাবা পুলিশে খুনের অভিযোগ দায়ের করে । ঘটনায় এখনও পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করা হয়েছে । তদন্ত যত এগোচ্ছে, পুলিশের হাতে উঠে আসছে বিস্ফোরক তথ্য ।