যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্থগিত হয়ে গেল সাংবাদিকতা এবং গণজ্ঞাপন বিভাগের স্নাতকোত্তরের প্রথম সেমিস্টারের পরীক্ষা। যদিও ঠিক কী কারণে পরীক্ষা স্থগিত রাখা হয়েছে তা জানানো হয়নি।
বিভাগের তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংবাদিকতা এবং গণজ্ঞাপন বিভাগের স্নাতকোত্তর বিভাগের প্রথম সেমিস্টারের বাকি থাকা পরীক্ষা বিশেষ কারণে স্থগিত করা হচ্ছে। পরীক্ষার পরবর্তী সময়ও জানানো হয়নি।
সম্প্রতি এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বিরুদ্ধে। মনে করা হচ্ছে সেই কারণেই পরীক্ষায় স্থগিতাদেশের নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এই অভিযোগ মিথ্যে বলেই দাবি করেছে বিশ্ববিদ্যালয়ের একাংশ।
আরও পড়ুন - যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ, কাঠগড়ায় অধ্যাপক