যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University Student Mysterious Death) মেইন হস্টেলের তিন তলা থেকে 'পড়ে গিয়ে' ছাত্রের অস্বাভাবিক মৃত্যু নিয়ে ব়্যাগিংয়ের অভিযোগ তুলেছে পরিবার। যাদবপুর থানায় FIR দায়ের করেছে স্বপ্নদীপ কুন্ডুর (Swapnadip Kundu) পরিবার ও বিশ্ববিদ্যালয়। কিন্তু গোটা ঘটনায় আরও একটি অভিযোগ প্রকাশ্যে এসেছে। বিশ্ববিদ্যালয়ের হস্টেলে 'বেআইনি ভাবে' থেকে যান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা। ছাত্রদের একাংশের দাবি, নতুনদের ব়্যাগিংয়ের নেপথ্যে রয়েছেন মূলত তাঁরাই। এই দাবিতে সিলমোহর দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠনের সভাপতি পার্থপ্রতিম রায়। তাঁর অভিযোগ, যারা পড়ুয়া নন, আবাসিক নন, তাঁদের যেন এখনই বের করে দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের A ব্লকের তিনতলার বারান্দা থেকে 'কোনও ভাবে' পড়ে যান স্বপ্নদীপ। জল্পনা, ওই পড়ুয়া আত্মহত্যা করেছেন। কিন্তু স্বপ্নদীপের মামা অরূপ কুন্ডু দাবি করেন, ব়্যাগিং করা হয়েছে তাঁর ভাগ্নেকে। সোমবার থেকে ক্লাস শুরু হলেও হস্টেলে জায়গা পাননি স্বপ্নদীপ। এক বন্ধুর সঙ্গে থাকার সময়ই বুধবার রাতে ঘটনাটি ঘটে। যদিও বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কোনও অভিযোগ করেনি স্বপ্নদীপের পরিবার।
আরও পড়ুন: ভাল নেই, খুব ভয় করছে, বুধবার রাতে বাড়িতে ফোন করেছিলেন যাদবপুরের পড়ুয়া
পড়ুয়াদের একাংশের অভিযোগ, বহু বছর আগে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বেরিয়ে গিয়েছে, এখন চাকরি করছেন, এমন প্রাক্তনীরাও এখনও হস্টেলে থাকেন। অভিযোগ, প্রাক্তনীরা প্রায়ই মত্ত অবস্থায় ঝামেলা করেন, ব়্যাগিং করেন। অভিযোগ, স্বপ্নদীপের রহস্যমৃত্যুর নেপথ্যে এরকম প্রাক্তনীদের হাত থাকতে পারে।