একা একা যোগ দেওয়া যাবে না। জোগাড় করতে হবে সঙ্গী। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভ্যালেন্টাইন্স ডে পালনের এই নোটিস নিয়ে তোলপাড় সোশাল মিডিয়া। ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে এই বিজ্ঞপ্তি। যদিও এই নোটিস বৈধ নয় বলেই দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। কে এই নোটিস নেটমাধ্যমে এনেছে, তাও স্পষ্ট নয়। বিশ্ববিদ্যালয়ের দাবি, রেজিস্ট্রারের সই জাল করে এই নোটিস দেওয়া হয়েছে। ভুয়ো এই নোটিস নিয়ে যাদবপুর থানায় অভিযোগও দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, কিছুদিন আগেই স্বজনপোষণের অভিযোগ ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। প্যানেল প্রকাশ না করেই চাকরি দেওয়ার অভিযোগ ওঠে। নিয়োগের দুর্নীতির অভিযোগ মামলা দায়ের করা হয়। মামলার ভিত্তিতে ২ সপ্তাহের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট তলব করে কলকাতা হাইকোর্ট।
আরও পড়ুন: স্বচ্ছ এবং দ্রুত নিয়োগের দাবিতে পিএসসি ভবনের সামনে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ
আরও একটি ঘটনায় শিরোনামে আসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে টাকা নিয়ে ভর্তি করার অভিযোগে গ্রেফতার করা হয় ২ জন বহিরাগতকে। ধৃতদের জেরায় উঠে আসে আরও দুজন যাদবপুরের পড়ুয়ার নাম।