টেস্ট পরীক্ষায় পাস করতে পারেনি। ফাইনাল পরীক্ষার ফর্ম ফিলাপের টাকায় বিরিয়ানি খেয়ে আত্মঘাতী যাদবপুর বিদ্যাপীঠের (Jadavpur Vidyapith Student Death) দ্বাদশ শ্রেণির এক পড়ুয়া। বছর সতেরোর ওই পড়ুয়ার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনার গড়িয়ায়। ইতিমধ্যেই পুলিশ এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে।
জানা গিয়েছে, ওই পড়ুয়ার বাবা মারা গিয়েছেন অনেক আগে। বোনর সঙ্গে বাড়িতেই থাকত সে। মা কাজের সূত্রে বাইরে থাকেন। বৃহস্পতিবার টেস্ট পরীক্ষার ফল বেরোয়। মাকে ফোন করে পড়ুয়া জানায় সে পাশ করেছে। কিন্তু রেজাল্টের ছবি পাঠাতে বললেই এই কাণ্ড ঘটায় সে।
আরও পড়ুন - তৃণমূলের কাউন্সিলরকে বিয়ে করতে চেয়ে 'তাণ্ডব' সোনারপুরে! অভিযুক্ত তৃণমূলেরই যুব নেতা!
পরিবার সূত্রে দাবি, টেস্ট পরীক্ষায় পাশ করতে না পেরে লজ্জায় আত্মঘাতী হয়েছে ওই পড়ুয়া। কাজ থেকে ফিরে ফ্ল্যাটে ঢুকে মেয়ের ঝুলন্ত দেহ দেখে আঁতকে ওঠেন পড়ুয়ার মা। ছুটে আসে প্রতিবেশীরা। খবর দেয়া হয় থানায়।