পার্ক সার্কাস কাণ্ড সহ একাধিক বিষয় নিয়ে রাজ্যের মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়(Governor Jagdeep Dhankhar)।
রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষুব্ধ রাজ্যপাল। এর আগেও তিনি একাধিক ঘটনায় রাজ্যের মুখ্য সচিবের কাছ থেকে রিপোর্ট তলব করেছেন। শুক্রবার পার্ক সার্কাসের ঘটনা(Park Circus Firing Update) নিয়েও তিনি ওইদিন রাত ১০টার মধ্যেই রিপোর্ট তলব করেছেন। হাওড়ায় প্রায় ১১ ঘণ্টা পথ অবরোধ নিয়েও তিনি ক্ষুব্ধ। মুখ্য সচিবের কাছ থেকে তিনি সেই বিষয়েও রিপোর্ট চেয়েছেন। উল্লেখ্য, বৃহস্পতিবার হাওড়ায় প্রায় ১১ ঘণ্টা পথ অবরোধ করা হয়। অভিযোগ, পুলিশ প্রশাসন অবরোধ তুলতে কোনও সক্রিয় হয়নি। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবরোধকারীদের উদ্দেশ্যে অবরোধ তোলার অনুরোধ করলেও তাতে কাজ হয়নি।
অন্যদিকে শুক্রবার দুপুর প্রায় আড়াইটে নাগাদ পার্ক সার্কাসে বাংলাদেশ হাই কমিশনারের অফিসের সামনে আউট পোস্টে ডিউটিরত কলকাতা পুলিশের কর্মী ছোডুপ শেরপা (Chodup Lepcha) পথচারীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। গুলিতে এক মহিলার মৃত্যু হয়। তিনজন জখম হন। এরপর ছোডুপ রাইফেলের নল গলায় ঠেকিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করে।