ভরা অফিস টাইমে কলকাতায় আদিবাসীদের মিছিল। কার্যত লন্ডভন্ড হাওড়া ব্রিজ থেকে মধ্য় কলকাতা। শুক্রবার রানি রাসমনি রোডে তাদের জমায়েত। এদিন সকালে কলকাতা মিছিল বার করে পশ্চিম মেদিনীপুরের আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি। আদিবাসীরা পথে নেমেছেন তাঁদের ধর্মীয় উপাসনার অধিকার চেয়ে। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে তাঁদের দেবতা মারানবুড়ুর উপাসনা স্থল। সেখানে ওই ধর্মীয় স্থলটি ধ্বংস করে নির্মাণ কাজ চালানো হচ্ছে বলে অভিযোগ। তার প্রতিবাদেই শুক্রবার সকালে ডেপুটেশন জমা দিতে তাঁরা প্রথমে এসে হাজির হন হাও়ড়া স্টেশনে। সেখান থেকে রানি রাসমনি রোডে মিছিল করে গিয়ে ডেপুটেশন জমা দেওয়াই তাঁদের লক্ষ্য।
তাঁদেরই মিছিলে সাত সকালে ব্যস্ত অফিস টাইমে থমকে যায় কলকাতায় আসার মূল প্রবেশ দ্বার হাওড়া ব্রিজ। তার পর একে একে এমজি রোড, উত্তর কলকাতা মুখী সেন্ট্রাল অ্যাভিনিউ, বেন্টিঙ্ক স্ট্রিট, গণেশচন্দ্র অ্যাভিনিউ, ধর্মতলা চত্বর সহ প্রায় মধ্য কলকাতার পুরোটাই।
সম্প্রতিই আদিবাসীদের আরও একটি আন্দোলনের জেরে পর পর ট্রেন বাতিল হচ্ছে বিভিন্ন শাখায়। কুড়মি জনগোষ্ঠীর ওই আন্দোলনের দাবি অবশ্য আলাদা। তাঁরা আন্দোলন করছেন তফশিলী উপজাতি তালিকাভুক্ত হওয়ার দাবিতে। এ ছাড়া কুড়মালি ভাষাকে পাঠ্য করার দাবিও রয়েছে ওই আন্দোলনের মূলে। রয়েছে কুড়মিদের সারনা ধর্ম চালু করার দাবিও।