রাজ্যে ট্যাবের টাকা জালিয়াতিতে জামতাড়ার হাত। একথা স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে সাংবাদিক বৈঠক করে তিনি জানিয়েছেন, শহরের বেশ কিছু শপিং মলে এই গ্যাংয়ের যাতায়াত লক্ষ্য করা গিয়েছে। এমনকী, শহরের একটি শপিং মলে জাল টাকার হদিশও পাওয়া গিয়েছে।
গত সোমবার থেকে প্রতারিত পড়ুয়াদের ফের নতুন করে টাকা দেওয়ার কাজ শুরু করেছে রাজ্য। কিন্তু তার আগে ১৫টি জেলায় প্রায় দু হাজারের বেশি অ্যাকাউন্ট হ্যাক করে পড়ুয়াদের টাকা হাতানোর অভিযোগ উঠেছে। এই অভিযোগে এখনও পর্যন্ত ২১ জনকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনার তদন্তে নেমে এই জালিয়াতির সঙ্গে বিহার যোগ পেয়েছিলেন তদন্তকারীরা। তাদের দাবি, এই ঘটনার পিছনে কলকাঠি নেড়েছে জামতাড়া গ্যাং। এবার তাতেই সিলমোহর দিলেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, শহরের বেশ কিছু শপিং মলকে স্ফট টার্গেট করা হয়েছিল। জাল তৈরি হয়েছিল এই শপিং মলগুলি থেকেই।
তাই ওই শপিং মলগুলিকে আগাম সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে নির্দেশ দিয়েছেন এবার থেকে দিনভর নাকা চেকিং চলবে। বাংলা জাল টাকার অনুপ্রবেশ রুখতে মুখ্যসচিবকে মমতা নির্দেশ, বৈঠক করতে হবে রেলের জেনারেল ম্যানেজারদের সঙ্গে।
সীমান্ত দিয়ে ফের জাল টাকা এবং বেআইনী অস্ত্র বাংলায় আসছে বলে এদিন দাবি করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, এই ইস্যুতে কেন্দ্র তার দায় এড়িয়ে যাচ্ছে। এদিকে, ট্যাবের পর টার্গেট হতে পারে কন্যাশ্রী। রাজ্যকে আগাম সতর্ক করল ন্যাশনাল ইনফরমেটিক সেন্টার। ট্যাব জালিয়াতির তদন্তের নেমে প্রাথমিক ভাবে কিছু তথ্য পেয়েছেন গোয়েন্দারা। তার ভিত্তিতেই এই ব্যাপারে প্রতিটি জেলার জেলাশাসকদের সতর্ক করেছে নারী ও শিশু কল্যাণ দফতর।