ধর্ম যার যার উৎসব সবার। এই বার্তাকে সামনে রেখেই খুঁটি পুজোর অনুষ্ঠান হয় সাউথ ট্যাংরা শীতলা যুবক সংঘের প্রাঙ্গণে।
এদিন খুঁটি পুজোর অনুষ্ঠানে মূল অতিথি ছিলেন কসবার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জাভেদ আহমেদ খান। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সমস্ত ধর্ম সম্প্রদায় নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একসাথে চলার ধর্মই মানব ধর্ম।
আরও পড়ুন- Burdwan Death Update: বিষমদ কাণ্ডে বর্ধমানে মৃত বেড়ে ৬, শহর জুড়ে তল্লাশিতে নামল আবগারি দফতর
সম্প্রীতির বার্তা দিয়ে মন্ত্রীর বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দক্ষ নেতৃত্বে বাংলা তার কৃষ্টি-সংস্কৃতি ও পরম্পরাকে মেনে চলছে। এত ধর্মীয় বিভাজনের মধ্যেও দেশকে সহিষ্ণুতার পথ দেখাচ্ছে বাংলা।