২০১৬ সালের এসএলএসটি চাকরিপ্রার্থীদের অবস্থান আন্দোলন পড়ল ৬০০ দিনে। সেই কারণে শুক্রবার জমায়েতের সংখ্যাও যেমন বেড়েছে, ঠিক তেমনই আন্দোলনকারীদের সংহতি জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনের সদস্যরা। অবস্থানকারীদের হাতে দেখা গিয়েছে '৬০০' লেখা পোস্টার এবং ব্যানার।
দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও সমাধানসূত্র মেলেনি৷ এসএলএসটি নবম থেকে দ্বাদশের নিয়োগের দাবিতে অবস্থান-আন্দোলনের পাশাপাশি প্রশাসনের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন চাকরিপ্রার্থীরা। কিন্তু লাভ কিছু হয়নি।
আন্দোলনকারীদের অন্যতম নেতা শহিদুল্লাহ দাবি করেছেন, দাবি আদায় না হলেও গোটা রাজ্য এবং দেশ তাঁদের আন্দোলনের ফলে আলোড়িত হয়েছে। আন্দোলনের যৌক্তিকতা প্রতিষ্ঠিত হয়েছে। স