নিয়োগ দুর্নীতির তদন্তে নয়া মোড়। এই প্রথম রাজ্যে গ্রেফতার করা হল চার অযোগ্য শিক্ষককে। যাদের বিরুদ্ধে টাকা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ। আলিপুরের বিশেষ সিবিআই আদালতের নির্দেশে তাদের গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হল টাইগার হোসেন, সিমার হোসেন, জাহিরুল শেখ এবং সৌগত মণ্ডল। তারা প্রত্যেকেই মুর্শিদাবাদের বাসিন্দা।
আগাম জামিনের আবেদন নিয়ে এদিন আদালতে হাজির হয়েছিলেন মুর্শিদাবাদের নবগ্রামের ওই শিক্ষক। এদিন বিচারকের প্রশ্ন ছিল, চাকরির বিনিময়ে তাপস মণ্ডলকে তারাই টাকা দেন। সেই চাকরি ভোগও করেছেন তারা। তাদের জন্য বর্তমানে পার্থ চট্টোপাধ্যায়রা জেলবন্দি। তাহলে টাকা দিয়ে চাকরি পাওয়া অযোগ্য শিক্ষকদের নাম কেন সাক্ষী হিসাবে চার্জশিটে উল্লেখ করা হয়েছে?
আরও পড়ুন : এই প্রথম নিয়োগ মামলায় জামিন, ছাড়া পেলেন মানিক ভট্টাচার্যের স্ত্রী
এরপরেই এই চারজনকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়। আপাতত ২১ অগাস্ট পর্যন্ত তারা জেল হেফাজতে থাকবে। নিয়োগ দুর্নীতিতে এর আগে মন্ত্রী, আমলা গ্রেফতার হয়েছিল। তবে রাজ্যে শিক্ষকের গ্রেফতারি এই প্রথম।