নিত্য যাত্রীদের জন্য সুখবর ৷ জানা যাচ্ছে ডিসেম্বরের শেষেই ছুটতে পারে জোকা-তারাতলা মেট্রো। দীপাবলির আগেই এই মেট্রো রুট শুরু হওয়ার কথা ছিল। সেই মতো ট্রায়ালও হয়। কিন্তু মেট্রো চালানো সম্ভব হয়নি। ইতিমধ্যেই কমিশনার অফ রেলওয়ে সেফটি বা সিআরএসের ছাড়পত্রের জন্য আবেদন করা হয়েছে।
মেট্রোরেল সূত্রে খবর, বৃহস্পতিবার কমিশনার অফ রেলওয়ে সেফটি পরিদর্শনে আসবেন। এরপর তিনি অনুমতি দিলেই খুব শিগগিরই জোকা তারাতলা রুটে চালু হবে পরিষেবা ৷ জোকা-তারাতলা রুটের সাড়ে ৬ কিলোমিটার রুটে রয়েছে মোট ৬টি স্টেশন- জোকা, ঠাকুরপুকুর, সখের বাজার, বেহালা, চৌরাস্তা, বেহালা বাজার এবং সর্বশেষ তারাতলা।
জুলাই মাসে নোয়াপাড়া কারশেড থেকে নন এসি ৮ টি রেক এনে, জোকার কারশেডে জুড়ে দেওয়া হয়েছিল। সেই রেক ছুটিয়েই সম্পন্ন হয়েছে ট্রায়াল রান। সেপ্টেম্বরে সারা হয়েছে এই রুটের তৃতীয় লাইনে বিদ্যুৎ সংযোগের কাজ । আপাতত একটি মেট্রোই এই রুটে দিনভর চলবে, পরে যাত্রী বাড়লে রেলের সংখ্যাও বাড়ানো হবে বলে জানানো হয়েছে। এখন কেবল অপেক্ষা সিআরএসের ছাড়পত্রের।