বহুপ্রতীক্ষিত জোকা-তারাতলা মেট্রোতে শুরু হল যাত্রী পরিষেবা। প্রথমদিনে যাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। দীর্ঘ ১২ বছর অপেক্ষার পর এই মেট্রো পরিষেবা পেলেন অঞ্চলের বাসিন্দারা। সেই উচ্ছ্বাস ধরা পড়েছে প্রথম মেট্রোর টিকিটের লাইনেও। অনেক আগে থেকেই লাইন দিয়েছিলেন একাধিক স্থানীয় বাসিন্দাও। তাঁদের উদ্দেশ্য ছিল একটাই- এতদিন পর যে মেট্রো পরিষেবা চালু হল, তাকে নতুন বছরের শুরুতেই চাক্ষুষ করে আপন করে নেওয়া। তাঁদের উৎসাহ দিতে কমতি ছিল না মেট্রো রেলের তরফেও। সোমবার মেট্রোর পক্ষ থেকে প্রথম যাত্রীকে উপহার দেওয়া হয়। প্রত্যেক যাত্রীকে গোলাপ ফুল দিয়ে স্বাগত জানাল মেট্রোরেল।
সোম থেকে শুক্র সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে জোকা-তারাতলা মেট্রো। প্রথম পর্যায়ে সাড়ে ৬ কিলোমিটার যাত্রাপথে রয়েছে ৬টি স্টেশন। এই রুটে সর্বনিম্ন ভাড়া ৫ টাকা ও সর্বোচ্চ ভাড়া ২০ টাকা। শনি ও রবিবার বন্ধ থাকবে মেট্রো চলাচল।
ঠিক সকাল দশটায় মেট্রো ছেড়ে তারাতলার উদ্দেশে রওনা দিল প্রথমবার। আপাতত একটি এসি মেট্রো রেক দিয়েই যাত্রী পরিষেবা চালানো হচ্ছে জোকা থেকে তারাতলা মেট্রো রুটে। রেক রক্ষণাবেক্ষণের কাজ করা হবে জোকা ডিপোতে। জোকা শেড অনেকটাই প্রস্তুত হয়ে গেছে। মেট্রো চলাচল করার ক্ষেত্রে কোনও সমস্যা হবেনা বলেই আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ। তাদের যুক্তি জোকা থেকে তারাতলা আসতে বাস-অটোতে যে সময় লাগে, তার চেয়ে অনেক কম সময়ে মেট্রোয় মানুষ যাতায়াত করতে পারবেন।