অপেক্ষার অবসান বেহালাবাসীর। শনিবারই জোকা-তারাতলা রুটের মেট্রোর (Joka-Taratala Metro) সময়সারণি প্রকাশ করল মেট্রো কর্তৃপক্ষ। কখন প্রথম ট্রেন, কতক্ষণ অন্তর মেট্রো, জানাল কর্তৃপক্ষ।
জোকা-তারাতলা মেট্রো রুটকে পার্পল লাইন (Purple Line) বলা হচ্ছে। মেট্রোরেল বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ২ জানুয়ারি থেকে শুরু হবে পরিষেবা। মোট ১২টি মেট্রো চলবে এই রুটে। সোম থেকে শুক্র, সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এই মেট্রোর পরিষেবা পাওয়া যাবে। আপাতত শনি ও রবিবার এই রুটে কোনও মেট্রো চলবে না। এমনই জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। এক ঘণ্টা অন্তর মেট্রো পরিষেবা পাবেন যাত্রীরা।
আরও পড়ুন: রাত পোহালেই নতুন বছর! বাঙালি কার্যত পার্টি মুডে,পার্কস্ট্রিটে থিকথিকে ভিড়,দেখুন ছবি
জোকা থেকে প্রথম মেট্রো সকাল ১০টায়। জোকা থেকে দিনের শেষ মেট্রো ছাড়বে বিকেল পাঁচটায়। তারাতলা থেকে প্রথম মেট্রো সকাল সাড়ে ১০টায়। শেষ মেট্রো বিকেল সাড়ে ৫টা।