১২ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান, শুক্রবার সকালে জোকা-তারাতলা মেট্রোর ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন পথে মেট্রো রেলের যাত্রা শুরু। উদ্বোধনের আগে থেকেই সেজে উঠেছিল জোকা-তারাতলা চত্বর।
বেলুন-রঙ্গিন কাগজ রাংতায় সেজে উঠেছিল মেট্রো রেল, ভিড় করেছিল উচ্ছ্বসিত জনতা। কচিকাঁচাদের উন্মাদনা ছিল দেখার মতো। মেট্রোর চাকা গড়াতেই 'ধন্যবাদ মোদিজী' লেখা ব্যানার নিয়ে মেট্রোর জানলা দিয়ে হাতও নাড়তে দেখা গেল একঝাঁক শিশুকে।
বড়দের উৎসাহও ছিল চোখে পড়ার মতো, কেউ ছবি তুলছেন, ভিডিও করছেন, কেউ আবার খালি চোখেই সাক্ষী থাকছেন ঐতিহাসিক মুহূর্তের।