ওরা নাকি চোখে দেখতে পাননা, অথচ হাতে ভেজা মাটির একতাল ডেলা দিয়ে কী অসম্ভবটাই না করছেন! দৃষ্টিহীন একদল শিল্পীর হাতের যাদুতে জীবন্ত হয়ে উঠছে মা দুর্গা।
আয়োজনে 'জলছবি'। বিশেষ ভাবে সক্ষম শিল্পীদের দিয়ে দুর্গা গড়ানোর অভিনব উদ্যোগ তাঁদেরই। শিল্পীদের হাতের কাজ দেখে কে বলবেন তাঁরা দৃষ্টিহীন। অন্তরের দৃষ্টি তাঁদের শারীরিক অক্ষমতাকে ছাপিয়ে যায়। তাঁদের হাতে একটু একটু করে প্রাণ প্রতিষ্ঠা হয় মাটির প্রতিমায়।
পৃথিবীর বহু রূপ রস থেকে তাঁরা বঞ্চিত, তবু সব প্রতিকূলতাকে হাসতে হাসতে বুড়ো আঙুল দেখান। দেবীপক্ষের আগে এরকম গল্পের সাক্ষী থাকাও কম কথা নয়। ওদের স্যালুট।