আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক অধ্যাপকের বিরুদ্ধে পিএইচডির এক ছাত্রীর উদ্দেশ্যে বর্ণবৈষম্যমূলক মন্তব্যের অভিযোগে তোলপাড় সংশ্লিষ্ট বিভাগ তথা যাদবপুর বিশ্ববিদ্যালয়। বিভাগীয় প্রধান ইমনকল্যাণ লাহিড়ী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চিঠি দিয়ে অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন। উল্লেখ্য, অভিযুক্ত অধ্যাপকের তত্ত্বাবধানেই ওই ছাত্রীটি তাঁর গবেষণার কাজ করছিলেন বলেই খবর।
জানা গিয়েছে, গবেষণারপত্র জমা দেওয়ার নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর ওই ছাত্রীটি তাঁর গবেষণাপত্র জমা দেন। অভিযোগ, গবেষণাপত্র জমা নেওয়ার সময় বিভাগে সর্বসমক্ষেই বর্ণবৈষম্যমূলক মন্তব্য করেন ওই অধ্যাপক। এমনকি, আগেও ওই ছাত্রীটি অন্য অধ্যাপকের তত্ত্বাবধানে গবেষণার কাজ সম্পন্ন করার দাবিও জানান। কারণ ওই অধ্যাপকের থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছেন না বলেই জানান ওই ছাত্রী। ওই ছাত্রীটি ওবিসি জাতিভুক্ত হয়েও জেনারেল হিসেবেই তাঁর গবেষণা করছেন। আর এর থেকেই সমস্যার সূত্রপাত বলেই জানান অধ্যাপকদের একাংশ।
আরও পড়ুন- TET Agitation Update: অসুস্থ একাধিক আন্দোলনকারী, টেট উত্তীর্ণদের পাশে হাই-মাদ্রাসার শিক্ষকরাও
বিশ্ববিদ্যালয়ের পিএইচডি কমিটি এই বিষয়ে একটি বৈঠক ডাকেন। সেখানে ছাত্রীটির সঙ্গে এই ঘটনায় হতবাক হয়ে যান অন্যান্য অধ্যাপকরা। এরপরেই উপাচার্যকে চিঠি দেন বিভাগীয় প্রধান ইমনকল্যাণ লাহিড়ি। যদিও তাঁর বিরুদ্ধে ওঠে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই অধ্যাপক।
উপাচার্য সুরঞ্জন দাস গোটা ঘটনা খতিয়ে দেখে বিভাগের আভ্যন্তরীণ কমিটি বা বোর্ড অফ স্টাডিজকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন।