যাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ। তিন অভিযুক্তকে জামিনের নির্দেশ আদালতের। জয়দীপ ঘোষ ও যাদবপুরের ধৃত দুই পড়ুয়া দীপশেখর দত্ত এবং মনতোষ ঘোষকেও ওই একই মামলায় আদালতে তোলা হয়। অভিযোগ, হস্টেলে পুলিশকে ঢুকতে বাধা দেন তিন অভিযুক্ত। আইনজীবীদের দাবি, এই মামলায় তিনজনকেই জামিন দিয়েছে আদালত।
তবে জামিন পেলেও মুক্তি পাবেন জয়দীপ। বাকিদের পুলিশ হেফাজতেই থাকতে হবে। পুলিশের অভিযোগ, গত ৯ অগাস্ট রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকতে বাধা পেয়েছিলেন পুলিশকর্মীরা। এদিন আদালতে অভিযুক্তদের আইনজীবীরা যুক্তি দেন, যদি পুলিশ বাধা পেয়ে থাকে, তা হলে মামলা করতে ৭২ ঘণ্টা সময় কেন লাগল। তার আগে পুলিশ কী করছিল। সরকারি আইনজীবী এই প্রশ্নের কোনও উত্তর দিতে পারেননি।
আরও পড়ুন: জং ধরা বন্দুকেও নিশানা নিপুণ, ১০২ কেজির ওজন নিয়েও দৌড়েই ডাকাত ধরলেন এএসআই