যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যু নিয়ে তৃণমূলকে বেলাগাম আক্রমণ বিজেপি সাংসদ দিলীপ ঘোষের। রাজ্য সরকারকে 'নপুংসক' বলে আক্রমণ করেন তিনি। কাশ্মীরের সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনা করেন তিনি।- শাসক দল তৃণমূলের কটাক্ষ প্রচারের আসার জন্য দিলীপ ঘোষ এসব বলেছেন।
গত ৯ অগাস্ট যাদবপুরে প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুতে ১৩ জনকে ইতিমধ্যে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মধ্যে বর্তমান ও প্রাক্তনীরা আছে। ব়্যাগিংয়ের অভিযোগ নিয়ে প্রশ্ন তুলে দিলীপ ঘোষ বলেন, উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় একটি দলীয় সভা থেকে তিনি জানান, কাশ্মীর ঠান্ডা করে দেওয়া হয়েছে। জেএনইউ ঠান্ডা করে দেওয়া হয়েছে। যাদবপুর তো কোন ছার!
তৃণমূল সহ বিরোধী দলগুলিকে নিশানা করেন দিলীপ ঘোষের অভিযোগ, "আগামী নির্বাচনে মোদীর বিরুদ্ধে সবাই লড়াই করবে। কিন্তু অন্যায়, অবিচার, খুন, ধর্ষণের মতো অপরাধের বিরুদ্ধে কেউ লড়বে না।" যাদবপুর কাণ্ডে ছাত্রমৃত্যুর ঘটনায় দিলীপ ঘোষ বলেন, "এই যাদবপুর বিশ্বিবিদ্যালয়, এই জেএনইউ, এই ওসমানিয়া ইউনিভার্সিটি, হায়দরাবাদ, এরা একই তারে জোড়া আছে। এখানে বারবার বিদেশি ও বিচ্ছিন্নতাবাদী শক্তি মাথাচাড়া দিয়েছে।"
তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "এই সব অশালীন কথা শুধু নজর কাড়ার জন্য। উনি দৌড়ে পিছিয়ে পড়ছেন। এই সব বলে নজরে আসতে চাইছেন।"