যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গত ৯ অগাস্ট রাতে ব়্যাগিং হয়েছিল। এমনই প্রমাণ পেলেন তদন্তকারীরা। রাজ্য মানবাধিকার কমিশন সূত্রে খবর, তাঁদের তদন্তকারী দল সেই দিনের রিপোর্ট ও সাক্ষীদের বয়ান খতিয়ে দেখে এই প্রমাণ পেয়েছেন। মঙ্গলবার লালবাজার সূত্রে জানা যায়, ব়্যাগিংয়ের প্রমাণ পেয়েছে পুলিশের তদন্তকারীরাও। ওই ছাত্রকে যৌন নির্যাতনের প্রমাণও পেয়েছেন তাঁরা।
মঙ্গলবারই যাদবপুরের ছাত্রমৃত্যুর ঘটনার রিপোর্ট পাঠানো হয় রাজ্য মানবাধিকার কমিশনকে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে ৩০টি বেশি ফাইল পাঠানো হয়। এরপর ঘটনার রিপোর্ট ও সাক্ষীদের বয়ান খতিয়ে দেখে তাঁদের নিজস্ব তদন্তকারী দল। ২৪ ঘণ্টার মধ্যেই কমিশনের কাছে তাঁরা রিপোর্ট পেশ করেন। কমিশন সূত্রে খবর, বিভিন্ন বয়ানে ব়্যাগিংয়ের প্রমাণ পাওয়া গিয়েছে।
আরও পড়ুন: ফের পুলিশ হেফাজতে ৩ অভিযুক্ত, ছাত্র মৃত্যুতে আজব যুক্তি দীপশেখরের বাবার!
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুকে এই ব্যাপারে প্রশ্ন করা হয়। তিনি বলেন, রাজ্য মানবাধিকার কমিশন তাঁদের এই ব্যাপারে কিছু জানায়নি। যে রিপোর্ট চাওয়া হয়েছিল, তা পাঠিয়েছেন। বুধবার জাতীয় মানবাধিকার কমিশনও রিপোর্ট চেয়েছে। বুধবার তাদেরও রিপোর্ট পাঠাবেন রেজিস্ট্রার। এদিকে UGC জানিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের দুটি রিপোর্ট পেয়ে সন্তুষ্ট নন তাঁরা। ফের UGC-কে নয়া রিপোর্ট পাঠাতে হবে।